Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

মুজিবনগর সমম্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (বিপণন অংগ), মোট ব্যয়ঃ ৭৭২.৫০(লক্ষ) টাকা, প্রকল্পের মেয়াদঃ জুলাই/২০১১ হতে জুন/২০১৬ পর্যন্ত। প্রকল্প এলাকাঃ মেহেরপুর, চুয়াডাংগা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার ১৯টি উপজেলা। লক্ষঃ প্রকল্প এলাকার কৃষকদের আয়বৃদ্ধি ও বিপণন ব্যবস্থার উন্নয়ন। উদ্দেশ্যঃ (ক) প্রকল্প এলাকার কৃষকদের সাথে বাজারের সংযোগ স্থাপন এবং বিপণন সেবা সম্প্রসারনের মাধ্যমে কৃষকদের পণ্যে ন্যায্য মুল্য প্রাপ্তিতে সহায়তা করা। চুয়াডাংগা জেলায় ৭৫০০ বর্গফুট আয়তন বিশিষ্ট একটি প্রশিক্ষন কেন্দ্র -কাম- অফিস স্থাপন। প্রকল্পভুক্ত ৪ জেলার প্রতি জেলায় ২টি করে মোট ৮ টি কৃষিপণ্যে এসেম্বল সেন্টার নির্মান করা হবে। প্রতিটির আয়তন হবে ৭২০০বর্গফুট।উল্লেখ্য যে, মেহেরপুর জেলায় পশুহাট সংলগ্ন ০১(এক) টি এসেম্বল সেন্টার  নির্মান করা হয়েছে।