কৃষি মন্ত্রীণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তর সরকারের একটি স্থায়ী সংস্থা হিসাবে ১৯৩৪ সন হতে কাজ করে আসছে।যেমনঃ উৎপাদক,বিক্রেতা ও ভোক্তা সহায়ক কৃষি বিপণন ব্যবস্থা ও কৃষি ব্যবসা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনিতিতে অবদান রাখা।কৃষি পণ্যের চাহিদা ও যোগান নিরুপন ও মুল্য পরিস্থিতি বিশ্লেষন ও অত্যাবশকীয় কৃষি পন্যের মুল্য ধারার আগাম প্রক্ষেপণ এবং এ বিষয়ে তথ্য ব্যবস্থাপনা ও প্রচার করা। বাজার অবকাঠামো জোরদারকরন এবং কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থায় সহায়তা প্রদানের মাধ্যমে দক্ষ বাজার ব্যবস্থা গড়ে তোলা। কৃষি পণ্যের গুনগত মান পরীক্ষা করা। এ অধিদপ্তর ১৯৬৪ সনের কৃষিপণ্যে বাজার নিয়ন্ত্রন আইন ও ১৯৮৫ সনের সংশোধীত অধ্যাদশ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস